প্রচ্ছদ বাংলাদেশ ভাষা শহীদদের প্রতি খালেদা জিয়ার শ্রদ্ধা

ভাষা শহীদদের প্রতি খালেদা জিয়ার শ্রদ্ধা

0
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একুশের প্রথম  প্রহরে সোমবার দিবাগত রাত ১টা ২৭ মিনিটে দলীয় নেতাদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে এ শ্রদ্ধা জানান তিনি। এ সময় শহীদদের স্মরণে কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

এর আগে রাত ১২টা ৫৫ মিনিটে গুলশানের অফিস থেকে সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে শহীদ মিনারের উদ্দেশে রওনা হন বিএনপি চেয়ারপারসন। খালেদা জিয়া বের হওয়ার আগে গুলশান-২ এর ৮৬ নম্বর রোডের দক্ষিণ পাশে পুলিশ কাঁটাতারের বেড়া দেয় বলে অভিযোগ বিএনপির।

তবে নিরাপত্তার স্বার্থেই এটা করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়। ব্যারিকেড উঠানোর পর রাত ১২টা ৫৫ মিনিটে গুলশানের কার্যালয় থেকে সিনিয়র নেতাদের নিয়ে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর শহীদ মিনারের উদ্দেশে রওনা হয়।

হাইকোর্টের মোড় ও দোয়েল চত্বর সড়ক দিয়ে রাত ১টা ১৯ মিনিটে খালেদা জিয়া শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান। বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষের মিছিল কিছুক্ষণের জন্য থামিয়ে বিএনপি চেয়ারপারসনসহ নেতাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদনের সুযোগ করে দেয়া হয়।

কালোব্যাজ বুকে নিয়ে খালেদা জিয়া তার দলের নেতাদের নিয়ে মূল বেদিতে এসে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, জমিরউদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল্লাহ আল নোমান, আবদুল আউয়াল মিন্টু, মোহাম্মদ শাহজাহান, সেলিমা রহমান, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, জয়নাল আবেদীন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, কেন্দ্রীয় নেতা রুহুল আলম চৌধুরী, ক্যাপ্টেন (অব.) সুজাউদ্দিন, নিতাই রায় চৌধুরী, শাহজাহান ওমর, আমান উল্লাহ আমান, জয়নুল আবেদীন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মাহবুবউদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, আবদুস সালাম, আসদুজ্জামান রিপন, নাজিম উদ্দিন আলম, আবুল খায়ের ভুঁইয়া, শহিদউদ্দিন চৌধুরী এ্যানী, এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, শিরীন সুলতানা, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, হাবিবুল ইসলাম হাবিব, শহিদুল ইসলাম বাবুল, হাবিবুর রহমান হাবিব, আজিজুল বারী হেলাল, মোস্তাফিজুর রহমান বাবুল, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দল সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুইয়া জুয়েল, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ছাত্রদলের সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, যুবদল নেতা মোরতাজুল করীম বাদরু, এসএম জাহাঙ্গীর, মামুন হাসান,  চেয়ারপারসনের একান্ত সচিব আবদুস সাত্তার, প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন আহমেদ দিদার প্রমুখ।

এর আগে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক বাণীতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, দেশের এ দুঃসময়ে জনগণের হারানো গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে ’৫২-এর মহান একুশের শহীদদের আত্মদান প্রেরণা জোগাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here