প্রচ্ছদ আন্তর্জাতিক ফ্রান্সে ঝড়ে ৭০ হাজার বাড়ি বিদ্যুৎহীন

ফ্রান্সে ঝড়ে ৭০ হাজার বাড়ি বিদ্যুৎহীন

0
হ্যারিকেন ঝড়ের প্রভাবে ফ্রান্সে জনজীবন পুরোপুরি বিপর্যস্ত। রবিবার ফ্রান্সের পশ্চিম ও উত্তর-‌পশ্চিমে ঝড়ের জেরে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্তের ফলে বিদ্যুৎহীন প্রায় ৭০ হাজার পরিবার। আবহাওয়া নিয়ে ফ্রান্সের জাতীয় আবহাওয়া এজেন্সির কর্মকর্তা জানায়, ১৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে ফ্রান্সের ব্রেটন পেনিনসুলা ও নরমাডির সমুদ্র উপকূলবর্তী এলাকায়। এই ধরনের ঝড় প্রতিবছর দুই থেকে তিনবার হয় এই অঞ্চলে।
স্থানীয় সূত্রের খবর, ঝড়ের তীব্রতা এতটা ছিল চলন্ত গাড়ি উল্টে পাশের গাছে গিয়ে ধাক্কা লেগে একজন নারী আহত হয়। স্থানীয় প্রশাসন ফায়ার বিগ্রেড, বিপর্যয় মোকাবিলা দল, বিদ্যুৎ দপ্তরকে স্বজাগ থাকার নির্দেশ দিয়েছে। পাশাপাশি আবহাওয়া এজেন্সির আশা সোমবার অনেকটাই কমবে ঝড়ের প্রভাব।
সূত্র: ‌আজকাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here