প্রচ্ছদ আন্তর্জাতিক যৌনদাসত্ব, ধর্ষণ ও হত্যার অভিযোগে গুয়াতেমালায় দুই সাবেক সেনা কর্মকর্তার ৩৬০ বছর...

যৌনদাসত্ব, ধর্ষণ ও হত্যার অভিযোগে গুয়াতেমালায় দুই সাবেক সেনা কর্মকর্তার ৩৬০ বছর কারাদণ্ড

0
বিবিসি: মানবাধিকার লঙ্ঘনের জন্য গুয়াতেমালার একটি আদালত দেশটির সামরিক বাহিনীর সাবেক দুই সদস্যকে ৩৬০ বছরের কারাদণ্ড দিয়েছে। কারাদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন: সেপুর জারকো সামরিক ঘাঁটির সাবেক কমান্ডার ফ্রান্সিসকো রিয়েস গিরন এবং একজন সাবেক সামরিক কমিশনার হেরিবার্তো ভালডেজ অ্যাসিজ। তারা একদল আদিবাসী নারীকে যৌনদাসত্ব, ধর্ষণ ও খুনের দায়ে অভিযুক্ত হন।
গুয়াতেমালার সশস্ত্র সংঘাতের সময়ে সংঘটিত যৌন সহিংসতার এটিই প্রথম কোনো সফল বিচার। যখন বিচারক রায় পড়া শেষ করেন, মানুষের উল্লাসধ্বনি এবং করতালি সহকারে আদালতে তখন ছিল বিজয়ের আনন্দে উত্ফুল্ল দৃশ্যাবলি। শুনানিতে অংশ নেয়া নোবেল বিজয়ী রিগোবার্তা মেঞ্চু বলেন, ‘এটা ঐতিহাসিক, এটা নারীদের জন্য, সর্বোপরি, ভুক্তভোগীদের জন্য একটি বিরাট পদক্ষেপ’।
অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ফ্রান্সিসকো রিয়েস গিরন ১৫ জন নারীকে যৌন ও গার্হস্থ্য দাসত্ব এবং একজন নারী ও তার দুই মেয়েকে হত্যার দায়ে অভিযুক্ত হন। অপরদিকে সেনাবাহিনীর জন্য একটি কমিশন পরিচালনা করা হেরিবার্তো ভালডেজ অ্যাসিজ একইরকম দাসত্বের পাশাপাশি সাত ব্যক্তিকে গুম করার অভিযোগে দোষী সাব্যস্ত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here