প্রচ্ছদ বিনোদন ‘মায়ের মতো ছিলেন, বড় মনের মানুষ’

‘মায়ের মতো ছিলেন, বড় মনের মানুষ’

0
বিনোদন ডেক্স: কিংবদন্তি অভিনেত্রী সুপ্রিয়া দেবী গতকাল শুক্রবার বালিগঞ্জ সার্কুলার রোডে নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার এই চলে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে শিল্পী মহলে। স্বজন হারানোর ব্যথায় গোটা কলকাতা।
সৌমিত্র চট্টোপাধ্যায়: দীর্ঘ দিনের বন্ধুকে হারালাম, অনেক ছবিতে এক সঙ্গে কাজ করেছি। এখন আমি কথা বলার অবস্থায় নেই।
সাবিত্রী চট্টোপাধ্যায়: ভাবতেই পারছি না। আর কিছু বলার অবস্থায় নেই আমি।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়: এই ক্ষতির কোনও পরিমাপ হয় না। আমি ওঁর আত্মার শান্তি কামনা করি।
ঋতুপর্ণা সেনগুপ্ত: মায়ের মতো ছিলেন। আমার ভালবাসার মানুষ। অনেক সৌভাগ্য আমার যে উনার স্নেহ পেয়েছি। অনেক স্মৃতি, অনেক গল্প, অনেক আদরের কথা মনে পড়ছে। উনি সকলের কথা ভাবতেন। অনেক বড় মনের মানুষ ছিলেন। যা রেখে গেলেন, যা শিখিয়েছেন তার একটুও করতে পারলে খুশি হব। ওঁর আরও সম্মান পাওয়া উচিত ছিল।
ইন্দ্রাণী হালদার: ঘুম থেকে উঠে খবরটা পেলাম, শকিং নিউজ। ওর সঙ্গে কোটি কোটি স্মৃতি রয়েছে।
গৌতম ঘোষ: আমার সঙ্গে দীর্ঘ দিনের পরিচয় ছিল ওঁর। সকালে শুনলাম উনি আর নেই। এ তো ভাবতেই পারছি না। বিরাট ক্ষতি হয়ে গেল।
পরমব্রত চট্টোপাধ্যায়: কী বলব বলুন? একজন অভিভাবককে হারালাম।