প্রচ্ছদ বৃটেন ব্রেক্সিট নিয়ে দ্বিতীয় গণভোটের দাবি ডেভিড ক্যামেরনের

ব্রেক্সিট নিয়ে দ্বিতীয় গণভোটের দাবি ডেভিড ক্যামেরনের

0
ছবি: গুগল।
অনলাইন ডেক্স: ব্রেক্সিট ইস্যুতে ব্রিটেনের রাজনৈতিক সংকট নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন  বৃটেনের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তিনি বলেছেন, ব্রেক্সিট ইস্যুতে প্রধানমন্ত্রী বরিস জনসনের কৌশলের সঙ্গে আমি একমত নই। আমি এখনো বিশ্বাস করি, ব্রেক্সিট ইস্যুতে দ্বিতীয় গণভোটের আয়োজন করা এখনো সম্ভব।
টাইমসকে দেওয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেন তিনি। শুক্রবার সাক্ষাতকারটি প্রকাশিত হয়েছে। আগামী সপ্তাহে প্রকাশিত হবে ক্যামেরনের আত্মজীবনী ‘ফর দ্য রেকর্ড’। তিনি এখন এই বইয়ের প্রচারণার কাজ করছেন।
ক্যামেরন বলেন, আমি ব্রেক্সিট নিয়ে কোনো পদক্ষেপ সমর্থন করি না। ‘নো ব্রেক্সিট ডিল’ কোনো ভালো ধারণা নয়। তিনি বলেন, বেক্সিটের গণভোট আয়োজন করায় কিছু মানুষ আমাকে কখনোই ক্ষমা করবেন না। কারণ সবার সমর্থন ছিল না।
তিনি আরো বলেন, গণভোটের প্রচারণা থেকে থেকেই বরিস জনসন ও মাইকেল গোভের আচরণ আতঙ্কজনক।
খবর বিবিসি ও সিএনএন।