রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধের পথ বেছে নিয়েছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

ইউক্রেনে রুশ আগ্রাসনের ফলে গ্যাসের দাম দ্রুত বৃদ্ধি পাবে। এমন উদ্বেগের মধ্যে জো বাইডেন বলেছেন, মার্কিন তেল ও গ্যাস কোম্পানিগুলোকে এই মুহূর্তটির সুযোগ নেওয়া উচিত হবে না।

জো বাইডেন বলেন, তিনি প্রয়োজনে কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ থেকে অতিরিক্ত ব্যারেল তেল ছেড়ে দেবেন। তার প্রশাসন জ্বালানি শিল্পের বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে থাকে।

তিনি বলেন, ‘আমেরিকার জনগণ গ্যাস পাম্পে যে ব্যথা অনুভব করছে সেটি প্রশমনের জন্য আমি আমার পক্ষে সম্ভব সবকিছু করবো। তবে এই আগ্রাসন বিনা জবাবে ছেড়ে দেওয়া যায় না।’

জো বাইডেন বলেন, ইউক্রেনে হামলার জন্য ভ্লাদিমির পুতিন এককভাবে দায়ী। ফলে রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।