প্রচ্ছদ আন্তর্জাতিক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে পদচ্যুত হয়েছেন জাপানের বাণিজ্যমন্ত্রী

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে পদচ্যুত হয়েছেন জাপানের বাণিজ্যমন্ত্রী

0
ছবি: আল জাজিরা।
নারী ডেক্স: জাপানের বাণিজ্যমন্ত্রী ইশু সুগাওয়ারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে গতকাল শুক্রবার পদচ্যুত হয়েছেন । দেশটির নির্বাচনী আইন অনুযায়ী, রাজনীতিবিদরা তাদের নিজ নির্বাচনী এলাকার ভোটারদের অনুদান বা উপহার পাঠাতে পারবেন না।
জাপানের স্থানীয় সাময়িকী শুকান বুনশুন এক প্রতিবেদনের মাধ্যমে ইশু সুগাওয়ারা তার ভোটারদের কি কি উপহার দিয়েছিলেন, তার একটি তালিকা প্রকাশ করে। তিনি নিজ নির্বাচনী এলাকায় ভোটারদের কাঁকড়া,বাঙ্গি দামি , কমলা, রাজকীয় জেলি ও মাছের ডিম উপহার দিয়েছিলেন।
একই সঙ্গে উপহার গ্রহণের পর মন্ত্রী বরাবর প্রাপকদের ধন্যবাদজ্ঞাপক চিঠিও প্রকাশ করে পত্রিকাটি। এরপরই স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে তার নির্বাচনী আচরণবিধি ভঙ্গের এই খবর চাউড় হয়।
সমবেদনা জানাতে এই মন্ত্রী তার এক সমর্থকের পরিবারকে ২০ হাজার জাপানি ইয়েন অনুদান দিয়েছেন বলেও খবর বের হয়। এ ঘটনায় ব্যাপক সমালোচনা শুরু হলে অবশেষে মন্ত্রীত্ব হারাতে বাধ্য হন ইশু সুগাওয়ারা।
খবর : বিবিসি।