প্রচ্ছদ আন্তর্জাতিক কলম্বিয়ায় ১৪ মাসে ১২০ বেসামরিক নেতা নিহত

কলম্বিয়ায় ১৪ মাসে ১২০ বেসামরিক নেতা নিহত

0
অনলাইন ডেস্ক: কলম্বিয়ায় গত ১৪ মাসে মোট ১শ ২০ বেসামরিক নেতাকে হত্যা করা হয়েছে। শুক্রবার দেশটির মানবাধিকার সংস্থা একথা জানায়।
সংস্থাটির প্রধান কার্লোস নেগরেত এক সংবাদ সম্মেলনে বলেন, মানবাধিকার সংস্থা ‘১২০জন মানবাধিকার কর্মী ও বেসামরিক নেতাকে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত হয়েছে। এছাড়াও আরো ৩৩ জনকে হত্যার প্রচেষ্টা ও ২৭ জনের ওপর হামলা চালানো হয়েছে।’
কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোশ সতর্ক করে বলেছেন, নতুন এই সহিংসতার ঘটনা বামপন্থী ফার্ক বিদ্রোহীদের সঙ্গে করা ঐতিহাসিক শান্তি চুক্তির আওতায় নিরস্ত্রীকরণ প্রক্রিয়াকে এলোমেলো করে দিতে পারে।
ডিসেম্বর মাসে শান্তি চুক্তিটি স্বাক্ষরিত হয়। কিন্তু এর পরবর্তী সপ্তাহগুলোতে স্থানীয় বেসামরিক কর্মীদের হত্যার ঘটনা বাড়তে থাকে। গোলযোগপূর্ণ এলাকাগুলোতে অজ্ঞাত সংগঠনের হামলায় বেসামরিক প্রাণহানির ঘটনা বেড়েই চলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here