প্রচ্ছদ কবিতা আমি ভাল নেই মৃদুলা

আমি ভাল নেই মৃদুলা

0
আমি ভাল নেই মৃদুলা                                                           
সালমা সুলতানা
বেহাগের সুরে ঘুম ভাঙা কোন ভোর,কোন রোদেলা দুপুর,
কিংবা মন খারাপ করা কোন মেঘলা আকাশ —
কোনটাই আর আমাদের নয়।
যেমন, নয় কোন ক্ষয়া চাঁদের আবছা আলো,
নয় কোন চাতাল-ভাঙা ঝুম বৃষ্টি।
পথ হারিয়েছে আমার একটুকরো বিকেল,
ব্যাথার অনলে পুড়ে গেছে  জানালার গ্রীলে অপেক্ষিত
নীল অপরাজিতা।
এক গুচ্ছো গোলাপের বোঝাপড়া আজ পথকলি সেই মেয়েটার সাথে—কেন সে ভুল হাতে তুলে দিয়েছিল তাকে!
কোথাও তুমি নেই! তাই আমার ৩৩তম জন্মতিথিতে
আত্মাহুতি দিয়েছে অগুনতি ঘাসফুল!
মেঘমল্লারের বিষণ্ণ সুর আঁখিযুগলে,
অনন্ত-অম্বরে তোমায় খুঁজি মেঘের ভাঁজে,
দেখি নিকষ কালো অন্ধকারে দ্রুত হেঁটে যাচ্ছো তুমি
গর্জে ওঠা সমুদ্রের দিকে, ক্রমশ হারিয়ে যেতে লাগলে জলের অতলে!
কান্নাভেজা চোখে দেখি তোমার আবছা অবয়ব—
ভীষণ বিপন্ন, পাংশুটে  সে চেহারা।
যে আমার অবিন্যস্ত চুলে খুঁজেছিল শতবর্ষী প্রেম, আঙ্গুল ছুঁয়ে
বলেছিল —‘শুধু আমার স্পর্শ চিনবে তুমি চিরদিন’।
সেই তুমিটাকে খুঁজে পাবার জন্য, বর মানি বিধাতার কাছে।
নাহ্—কোথাও নেই তুমি!
শুধু শুনতে পাই—পাহাড় ধ্বসে যাওয়ার শব্দ!
বাতাসের সুরে অনুরণিত হয় তোমার না বলা কথা—‘আমি ভাল নেই মৃদুলা।’