প্রচ্ছদ আন্তর্জাতিক রোহিঙ্গাদের প্রায় ১২’শ ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে: এইচআরডব্লিউ

রোহিঙ্গাদের প্রায় ১২’শ ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে: এইচআরডব্লিউ

0
অনলাইন ডেস্ক: গত ছয় সপ্তাহে মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের প্রায় ১২০০ ঘরবাড়ি ধ্বংস করে ফেলা হয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে সোমবার এ দাবি করেছে সংস্থাটি।
এইচআরডব্লিউ বলেছে, নভেম্বরের ১০ থেকে ১৮ তারিখ পর্যন্ত পাঁচ গ্রামের ৮২০টি স্থাপনা ধ্বংস করা হয়েছে। আর সব মিলিয়ে ১ হাজার ২৫০টি বাড়িঘর ধ্বংসের চিত্র পাওয়া গেছে।
গত কিছুদিন ধরে মিয়ানমারের রোহিঙ্গাদের উপর দেশটির সেনাবাহিনী নিপীড়ন চালাচ্ছে। গণমাধ্যমের খবর অনুযায়ী, এতে প্রায় ১০০ রোহিঙ্গা মুসলিম ইতোমধ্যেই নিহত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here