প্রচ্ছদ আন্তর্জাতিক পাকিস্তানে আবুধাবির যুবরাজের গাড়ি বহরে হামলা

পাকিস্তানে আবুধাবির যুবরাজের গাড়ি বহরে হামলা

0
অনলাইন ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তানের আবুধাবির যুবরাজের গাড়িবহরে হামলা চালিয়েছে সন্দেহভাজন বিদ্রোহীরা। যুবরাজ শেখ সাইফ বিন জায়েদ আল নাহিয়ানের নেতৃত্বে  একটি দল সেখানে পাখি শিকারে গিয়েছিল।
কর্মকর্তারা বলছেন, যুবরাজের দলের গাড়িবহরে গুলি করে বন্দুকধারীরা ঐ এলাকায় পাখি শিকার না করার সতর্ক বার্তা দিয়েছে।
সোমবারের এই হামলার ঘটনা কেউ আহত হয়নি। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট হামলার দায় স্বীকার করেছে।
যুবরাজ আল নাহিয়ানের গাড়িবহরে প্রায় ৩০টি এসইউভি ছিল বলে জানিয়েছেন আধাসামরিক বাহিনীর স্থানীয় এক কর্মকর্তা। তিনি জানান, বহরের দুটি গাড়ি সঙ্গীদের ছেড়ে পাঁচ কিলোমিটার দূরে গিয়ে হামলার মুখে পড়ে।
প্রতিবছর পাকিস্তানে আরব শিকারি দল আসার বিরুদ্ধে মঙ্গলবার বেলুচিস্তানে শত শত মানুষ বিক্ষোভ করেছে। কৃষকরা বলছে, শিকারের কারণ পাখি এখন বিপদের সম্মুখীন। এছাড়া এতে ফসলের ক্ষতি হচ্ছে।
প্রতি বছর শীতের সময় মধ্যপ্রাচ্যের রাজকীয় পরিবারের সদস্যদের বিরল প্রজাতির হুবারা বাস্টার্ড পাখি শিকারের অনুমতি দেয় পাকিস্তান। বেলুচিস্তানের দক্ষিণাঞ্চলীয় সমভূমিতে পাখিগুলো পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here