প্রচ্ছদ রান্না ঘরেই তৈরি করুন পিনাট বাটার

ঘরেই তৈরি করুন পিনাট বাটার

0
অনলাইন ডেস্ক: সুস্বাদুর পাশাপাশি পিনাট বাটার স্বাস্থ্যকরও বটে। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের পিনাট বাটার পাওয়া যায়। তবে আপনি চাইলে ঘরে বসেই এটি বানাতে পারেন। জেনে নিন রেসিপিটি।
উপকরণ: ভাজা চীনা বাদাম-দেড় কাপ, বাদাম তেল বা মাখন- ১ টেবিল চামচ, মধু- ১ টেবিল চামচ ও লবণ- ১/২ চা চামচ।
আপনি চাইলে লবণ নাও দিতে পারেন। আবার লবণ দেয়া কেনা বাদাম হলে সেক্ষেত্রে দেয়ার প্রয়োজন নেই।  মধু ভালো না লাগলে সেটাও এড়িয়ে যেতে পারেন।
প্রণালী: ভাজা বাদাম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে রাখুন। এবার দেড় কাপ বাদামের সাথে ১ টেবিল চামচ বাদাম তেল মেশান। বাদাম তেল না দিতে চাইলে মাখনও দিতে পারেন। তবে মাখনটা প্যানে দিয়ে গলিয়ে দিবেন। লবণ ও মধু দিন। এটি ভালভাবে ব্লেন্ড করে নিন।
পরিষ্কার জীবাণুমুক্ত বয়ামে ভরে ফ্রিজে সংরক্ষণ করুন। দুই সপ্তাহ পর্যন্ত এই পিনাট বাটার ভালো থাকবে। ভেজা চামচ না দিলে ও বয়ামের মুখ ভালো করে বন্ধ রাখলে ১ মাস পর্যন্ত ভালো থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here