প্রচ্ছদ আন্তর্জাতিক ‘রোহিঙ্গা’ উচ্চারণে পোপকে মানা মিয়ানমারের

‘রোহিঙ্গা’ উচ্চারণে পোপকে মানা মিয়ানমারের

0
অনলাইন ডেক্স: জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান ও বিশিষ্ট ব্যক্তিদের বারণের পর এবার পোপকে ‘রোহিঙ্গা’ শব্দ উচ্চারণ না করাতে মিয়ানমার সরকারের পক্ষ হয়ে আহ্বান জানিয়েছেন দেশটির কার্ডিনাল চার্লস মং বো।
মং বো মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনের আর্চবিশপের দায়িত্ব পালন করছেন।

শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম লসঅ্যাঞ্জেলেস টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মিয়ানমার সরকার ও দেশটির সেনাবাহিনী রোহিঙ্গাদের আদি পরিচয় স্বীকার করতে চায় না। তাদের দাবি বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়া রোহিঙ্গারা ‘বাঙালি’।

এদিকে সোমবার মিয়ানমার সফরে যাচ্ছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। রোহিঙ্গা সংকটের তীব্রতার মধ্যে এই সফর হওয়াতে সবার আগ্রহ থাকবে রোহিঙ্গাদের নিয়ে তিনি কি মন্তব্য করেন সেদিকে।

এ অবস্থায় রোহিঙ্গা শব্দ উচ্চারণে মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি এবং দেশটির সেনাবাহিনীর আপত্তি থাকায় কার্ডিনাল চার্লস মং বো পোপকে তা উচ্চারণ করতে মানা করেছেন।

চলতি বছরের ২৫ আগস্ট রাখাইনে সহিংসতা শুরু হওয়ার পর রোহিঙ্গা নিধনে নামে দেশটির সেনাবাহিনী। সেনাদের বর্বরতা থেকে প্রাণ বাঁচিয়ে এখন পর্যন্ত ৬ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।