প্রচ্ছদ বিনোদন পাকিস্তানে হিন্দি চলচ্চিত্র প্রদর্শন বন্ধ

পাকিস্তানে হিন্দি চলচ্চিত্র প্রদর্শন বন্ধ

0
অনলাইন ডেস্ক: পাকিস্তানের বেশ কিছু শহরের প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ ভারতীয় হিন্দি ছবি প্রদর্শন বন্ধ করে দিয়েছে। দেশের সেনাবাহিনীর প্রতি সংহতি জানাতে প্রদর্শন বন্ধ করা হয়েছে বলে প্রেক্ষাগৃহগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে।
লাহোর, করাচি ও ইসলামাবাদের প্রেক্ষাগৃহগুলো ভারতীয় সিনেমা বর্জনের ঘোষণা দিয়েছে। কাশ্মিরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সামরিক ও কূটনৈতিক উত্তেজনার মধ্যে এই ঘোষণা এলো।
এর আগে গত বৃহস্পতিবার ভারতের চলচ্চিত্র নির্মাতাদের একটি সংগঠন হিন্দি ছবিতে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করেছিল। দেশটির অন্তত একটি কট্টর ডানপন্থী দল ভারত থেকেই ওই শিল্পীদের বহিষ্কার করার দাবি তুলেছে। তবে খোদ ভারতীয় শিল্পীদের অনেকেই এর সমালোচনা করেছেন।
ভারত পাকিস্তানের দ্বন্দ্ব মাঝে মধ্যেই চলচ্চিত্র অঙ্গন পর্যন্ত গড়ায়। উল্লেখ্য, পাকিস্তানিদের মধ্যে অনেকেই ভারতীয় চলচ্চিত্রের ভক্ত। সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here