প্রচ্ছদ রূপচর্চা ত্বকের যত্নে টোনার

ত্বকের যত্নে টোনার

0
নারী ডেক্স: ত্বক নিয়ে যারা সচেতন তারা কমবেশি সবাই টোনার ব্যবহার করি। টোনার মূলত ক্লিনজিংয়ের ব্যবহার করতে হয়। সারাবছর জুড়ে আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে ত্বকের অতিরিক্ত যত্নের প্রয়োজন হয়। বাইরের দূষণ, ধূলা-বালি, ময়লা, ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে টোনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জেনে নিন ত্বকের যত্নে টোনারের উপকারিতাগুলো।
*প্রাকৃতিকভাবে আমাদের স্কিন এসিডিক, যেখানে পিএইচ এর মাত্রা ৫ থেকে ৬ এর মাঝে। এলকালাইন জাতীয় সোপ ব্যবহারে অনেক সময় পিএইচ ব্যালেন্স বিঘ্ন হয়। ফলশ্রুতিতে ত্বকে অতিরিক্ত তেল হতে পারে। কিন্তু টোনার এর ব্যবহার খুব দ্রুত পিএইচ এর মাত্রা ব্যালেন্স করে।
* ছোট কটন বলের মাধ্যমে টোনার আস্তে আস্তে স্কিনে লাগানোর পর তা অতিরিক্ত তেল অপসারণ করে, এতে লোমকূপের আকৃতি তুলনামূলক ছোট দেখায়।
* কিছু কিছু টোনার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
* ময়লা আর তৈলাক্ত ত্বকে টোনার সজীবতা ফিরিয়ে আনে।
* টোনার ত্বকের উপর সুরক্ষা লেয়ার তৈরি করে। ত্বকের ব্লাড সার্কুলেশন বাড়িয়ে, একে প্রাণবন্ত করে তুলে।
* ত্বক পরিষ্কার করার পর টোনার লোমকূপ আর আন্তঃকোষীয় দৃঢ়তা বাড়ায়। এতে করে বাইরের দূষণ থেকে ত্বক রক্ষা পায়।
* অনেক ক্ষেত্রে রোদে পোড়া ভাব কমে যায়, ত্বকের বলিরেখাও দূর হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here