প্রচ্ছদ কমিউনিটি সংবাদ উৎসব মুখর পরিবেশে ইউকেবিডি টাইমসের দ্বিতীয় বার্ষিকী পালন, বিশিষ্ট জনের শুভ কামনা

উৎসব মুখর পরিবেশে ইউকেবিডি টাইমসের দ্বিতীয় বার্ষিকী পালন, বিশিষ্ট জনের শুভ কামনা

0
নারী ডেক্স: উৎসব মুখর পরিবেশ, নান্দনিক আয়োজন ও অত্যন্ত প্রাণবন্ত আলোচনায় বিলেতের বিপুল সংখ্যক সাংবাদিক , রাজনীতিবিদ ও পেশাজীবি বিশিষ্ট জনের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেলো ব্রিটেন থেকে প্রকাশিত নতুন প্রজন্মের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ইউকেবিডি টাইমসের দ্বিতীয় বর্ষপূর্তি পালন অনুষ্ঠান।
(ইউকেবিডি টাইমস পরিবার)

গত ১৮ ফেব্রুয়ারি স্থানীয় একটি হলে অনুষ্ঠিত বর্ষপূর্তি অনুষ্ঠানে  বিলেতের টাওয়ার হ্যামলেসের মেয়র, বাংলা প্রিন্ট,ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের প্রাণজ উপস্থিতিতে এটি একটি মিডিয়া মিলনমেলায় পরিণত হয়।

(সাপ্তাহিক জনমত পরিবারের শুভেচ্ছা)

ইউকেবিডি টাইমসের প্রধান সম্পাদক ও লন্ডন বাংলা প্রেসক্লাবের কমিনিকেশনস সেক্রেটারী মোহাম্মদ আব্দুল কাইয়ূম উপস্থিত অতিথিদের সামনে নিউজ টিমরের সকল সদস্যকে পরিচয় করিয়ে দেন ।

এ সময় লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা সকলের হাতে (আইডি কার্ড)পরিচয় পত্রতুলে দেন।। ইউকে বিডি টাইমসের নিবার্হী সম্পাদক
(সাপ্তাহিক দেশ পরিবারের শুভেচ্ছা)
আমিমুল আহসান তানিমের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি এডিটর ও লন্ডন বাংলা প্রেসক্লাবের ইভেন্ট সেক্রেটারী তৌহিদ আহমদ।
(সাপ্তাহিক বাংলা পোষ্ট পরিবারের শুভেচ্ছা)
স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউজ এডিটর সাজিদুল ইসলাম রানা। এরপর ইউকেবিডি টাইমস টিমের সকল সদস্যস্যের হাত পরিচয় পত্র তুলে দেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি ও কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি সৈয়দ নাহাস পাশা।
(মেয়র জনবিগসকে ইউকেবিডি টাইমসের পক্ষ থেকে শুভেচ্ছা)

অনুষ্ঠানে উপস্থিত টাওয়ার হ্যামলেটসের মেয়র জনবিগস আনুষ্ঠানিক ভাবে (সুইচ) বোতাম টিপে ইউকেবিডি টাইমস নতুন ডিজাইন ও লগো উন্মোচন করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ।


মেয়র জনবিগস ইউকেবিডি টাইমসের দুইবছর পূর্তিতে টিমের সকলের সদস্যকে ধন্যবাদ জানিয়ে ইউকেবিডি টাইমসের উত্তোরোত্তর সফলতা কামনা করেন। তিনি বলেন,বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে। অনলাইন মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ।তিনি ইউকেবিডি টাইমসকে সবসময় বস্তুনিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান ।

প্রেসক্লাব সভাপতি সৈয়দ নাহাস পাশা বলেন ,প্রতিযোগিতার যুগে টিকে থাকতে সংবাদটি অতি দ্রুততার সাথে পাঠকদের সামনে তুলে ধরতে হবে।তিনি বলেন একটি অনলাইন নিউজ পোর্টাল তখনই স্বার্থক হবে,যখন বিজ্ঞাপনদাতারা স্বেচ্ছায় বিজ্ঞাপন দিতে আসবেন ।তিনি ইউকে বিডিটাইমস এর দুইবছর সাহসী পথচলায় সকলকে অভিনন্দন জানান।

জনমত সম্পাদক নবাব উদ্দিন ,ইউকে বিডিটাইমস টিমের সকলকে সুন্দর অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানান ,সংবাদ পরিবেশনে বেশীকরে দায়িত্ব শীল থাকার পরামর্শ দেন।

চ্যানেল আই ইউরোপের ব্যাবস্থাপনা পরিচালক রেজা আহমদ ফয়সল চৌধুরী শোয়েব বলেন ,ইউকে বিডিটাইমস সাহসীকতার সাথে দুইবছর অতিক্রম করেছে,এজন্য তারা প্রশংসা পাওয়ার দাবী রাখেন।তিনি সংবাদ পরিবেশনে সকলকে সততা ও আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান ।


প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহিব চৌধুরী বলেন,নিজদায়িত্বে এটিকে পরিচালনার জন্য ধন্যবাদ জানান ।তিনি কমিউনিটির সকলকে তাদের সহযোগিতা করার জন্য অনুরোধ জানান ।


অন্যান্য উপস্থিত সকল সাংবাদিক ইউকেবিডি টাইমসের সাহসী পথ চলা ও অত্যন্ত ভঙ্গুর পথে দুই বছর অতিক্রম করায় টিমের সকলকে আন্তরিক অভিনন্দন জানান। তারা সকলেই ইউকেবিডি টাইমসকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

মোখলেছুর রহমান চৌধুরী ,ইউকেবিডি টাইমসের দুইবছর পূর্তিতে সকলকে ধন্যবাদ জানান, উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
বাংলাদেশ হাইকমিশনের সাবেক প্রেসমিনিস্টার সিনিয়র সাংবাদিক আবু মুসা হাসান ইউকেবিডি টাইমসের দায়িত্বশীল সাংবাদিকতার প্রশংসা করে বলেন,সংবাদ সংগ্রহ, পরিবেশনায় তারা অতুলনীয়। যে কোন সাংবাদ গুরুত্বের সাথে পরিবেশন করে থাকেন।তাদের দায়িত্বশীলতার জন্যই আজ ইউকেবিডি টাইমস জনপ্রিয়তার শীর্ষে।

উপস্থিত সাংবাদিকরা ইউকেবিডি টাইমস কে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন ,বৃটিশ বাংলাদেশ চেম্বারের সাবেক প্রেসিডেন্ট ওবর্তমান উপদেষ্টা অধ্যাপক শাহগীর বক্ত ফারুক ,

চ্যানেল আই ইউরোপের ব্যাবস্থাপনা পরিচালক রেজা আহমদ ফয়সল চৌধুরী সুয়েব ,বিশিষ্ট কমিউনিটি নেতা ও সিনিয়র সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী ,বাংলাদেশের সাবেক রাস্ট্রপতির উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মোখলেছুর রহমান চৌধুরী ,সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলার ওহিদ আহমদ,সাবেক প্রেসিডেন্ট ও নতুন দিন সম্পাদক মুহিব চৌধুরী।

সাপ্তাহিক সুরমা সম্পাদক কবি আহমদ ময়েজ,সাপ্তাহিক বাংলাপোস্ট সম্পাদক ব্যারিষ্টার তারেক চৌধুরী ,সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ,

সাপ্তাহিক জনমতের নির্বাহী সম্পাদক সাঈম চৌধুরী,রয়টার্সে কর্মরত রিপোর্টার মাহবুবুর রহমান,দর্পন সম্পাদক রহমত আলী,রেডিও পরিচালক ও সিনিয়র সাংবাদিক মিছবাহ জামাল ,জনমতের বার্তা সম্পাদক মুসলেহ উদ্দিন ,

চ্যানেল এসের বার্তা প্রদান ও ব্রিটবাংলা সম্পাদক কামাল মেহেদি ,নির্বাহী সম্পাদক আহাদ চৌধুরী বাবু,এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার ও বেতার বাংলার পরিচালক মোশতাক বাবুল ,

ইক্বরা বাংলা টিভি র হেড অব প্রোগ্রামস হাসান হাফিজ পলক,

লন্ডন বাংলা প্রেসক্লাবের ট্রেজারার ও ইক্বরা টিভির সিনিয়র ম্যানেজার আ স ম মাসুম,এলবিপিসির সহ-সাধারন সম্পাদক ও ওয়ান বাংলা নিউজের প্রধান সম্পাদক মোহাম্মদ সোবহান ,বিসিএর কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও ইউকে বিসিসিআইর লন্ডনের প্রেসিডেন্ট জামাল উদ্দিন মকদ্দুস,

বিশিস্ট আইনজীবি ব্যারিষ্টার নাজির আহমদ,তাজ একাউনটেন্ট এর এমডি আবুল হায়াত নুরুজ্জামান ,কমিউনিটি নেতা আবুল কালাম আজাদ ছোটন,হান্টার স্টোন ল এর পরিচালক সলিসিটর আব্দুল হাসাদ চৌধুরী ,

ওয়ান বাংলা সম্পাদক ও টিভি ওয়ানের সিনিয়র রিপোর্টার জাকির হোসেন কয়েছ ,এলবি২৪এর সিইও শাহ ইউসুফ ,সাপ্তাহিক সুরমার বার্তা সম্পাদক কবি কাইয়ূম আব্দুল্লাহ ,চ্যানেল আইর চীফ নিউজ এডিটর সারওয়ার হোসেন ,

চ্যানেল এসের সিনিয়র রিপোর্টার ও লন্ডন বাংলা প্রেসক্লাবের ট্রেনিং সেক্রেটারী ঈব্রাহীম খলিল ,বাংলা পোস্টের হেব অব ডিজাইন ও এলবিপিসির আইটি সেক্রেটারী সালেহ আহমদ,

জনমতের কমিউনিটি নিউজ এডিটর ওএলবিপিসির নির্বাহী সদস্য ইমরান আহমদ, এলবিসির নির্বাহী সদস্য পলি রহমান ,নিউজ লাইফ এর প্রধান সম্পাদক ও চ্যানেল আই ইউরোপের চীফ নিউজ এডিটর সারোয়ার হোসেন,এনটিভির চীফ রিপোর্টার আকরামুল হোসেইন,এনটিভির প্রেজেন্টার আব্দুল আউয়াল মামুন ,
এলবি২৪ এর পরিচালক মিজান রহমান ,সানরাইজ সম্পাদক এনাম চৌধুরী,ব্রিকলেইন পত্রিকার নিবার্হী সম্পাদক জুয়েল রাজ,এনটিভির নিউজ এডিটর হেফাজুল করিম রাকিব ,মাহবুব আলী খানশূর,বিশ্ববাংলা সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল ,ব্রিটবাংলার কমিউনিটি নিউড এডিটর রেজাউল করিম মৃধা,
এটিএন এর রিপোর্টার মাহফুজ আহমদ,এনটিভি রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন ,ওয়ানবাংলা নিউজের রিপোর্টার আবুল হাছনাত ,আব্দুর রহিম রঞ্জু,
এলবি২৪ এরপ্রেজেন্টার আলাউর রহমান শাহীন ,হাছনাত চৌধুরী, ক্বারী মৌঃমহি উদ্দিন মাহমুদ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইউকেবিডি টাইমসের প্রধান সম্পাদক উপস্থিত সকল অতিথিকে নিয়ে কেটে দুইবছর পূর্তি অনুষ্ঠান উদ্বোধন করেন।এরপর সিলভার সাভির্স ক্যাটারিং এর সুস্বাদু খাবারে সবাই নৈজভোজে অংশ নেন।
ইউকে বিডি টাইমসের নিউজ টিমের অন্যান্য সদস্যরা হচ্ছেন নির্বাহী সম্পাদক আমিমুল আহসান তানিম,ডেপুটি এডিটর তৌহিদ আহমদ,বার্তা সম্পাদক সাজিদুল ইসলাম রানা,ইংরেজী সেকশনের এডভাইজার সলিসিটর আইনজীবি আব্দুল হাসাদ চৌধুরী ,সাহিত্য সম্পাদিকা কবি শাহনাজ সুলতানা,বিশেষ প্রতিনিধি জুবায়ের আহমদ,স্টাফ রিপোর্টার সাইফ রিজভী,লন্ডন প্রতিনিধি আহসানুল ওয়াদুদ।